রাশিয়ার লাগাতার হামলায় কিছু করা যাচ্ছে না : ইউক্রেনের মেয়র

0

লোকসমাজ ডেস্ক॥ অবরুদ্ধ ইউক্রেনের শহরতলির একজন মেয়র বলেছেন, রাশিয়ান আর্টিলারি ফায়ার এতোটাই লাগাতার হচ্ছে যে, শহরের বাসিন্দারা তাদের আত্মীয়স্বজন কিংবা প্রিয়জনদের মৃতদেহগুলোও সংগ্রহ করতে পারেনি। কুকুরেরা মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। কিয়েভের বুচা শহরের মেয়র আনাতোল ফেডোরুক বলেছেন, রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় সপ্তাহে অঞ্চলটিতে অবিরাম ভারী সামরিক গোলাগুলি হয়েছে।ডেইলি মেইল এ খবর দিয়ে এক প্রতিবেদনে বলেছে- যদিও ক্রেমলিন বলেছে যে, তারা আবারো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডোরের প্রতিশ্রুতি দিয়েছে; কিন্তু মেয়র ফেডোরুক বলেছেন, সাধারণ মানুষ রয়েছেন এমন কেন্দ্রগুলোতে অবিরাম গোলা এবং রকেট বর্ষণ অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আমরা এমনকি মৃতদেহগুলোও সংগ্রহ করতে পারি না কারণ ভারী অস্ত্রের গোলাগুলি দিনে বা রাতে কখনোই থামে না। শহরের রাস্তায় কুকুরগুলো লাশ টেনে নিয়ে যাচ্ছে। এটা একটা দুঃস্বপ্ন।!