প্রশাসনিক অনেক কাজ ঢাকার বাইরে স্থানান্তর জরুরি: আবুল বারকাত

0

লোকসমাজ ডেস্ক॥ অর্থনীতির মৌলিক কর্মকাণ্ড থেকে শুরু করে প্রশাসনিক অনেক কর্মকাণ্ড রাজধানী ঢাকার বাইরে স্থানান্তর করা যুক্তিসংগত ও জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। তিনি বলেন, দেশে যেভাবে সবকিছু এককেন্দ্রিক বা ঢাকামুখী হচ্ছে তা উন্নয়নের জন্য সহায়ক নয়। মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২২-২৩ প্রস্তুতি আলোচনা: ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তিনি। আবুল বারকাত বলেন, আঞ্চলিক বাজেট বরাদ্দে বৈষম্য হ্রাস ও আলোকিত সমাজ এবং উদ্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। একই সঙ্গে এ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুস্পষ্ট ও পরিচ্ছন্ন ধারণা কাঠামোর মধ্যে এ কাজটি তৃণমূল থেকেই শুরু করতে হবে। তিনি বলেন, সরকারের সাধারণ প্রশাসনিক ব্যয় যৌক্তিকীকরণের লক্ষ্যে জেলা থেকে গ্রাম পর্যন্ত স্থানীয় সরকার ব্যবস্থা জনপ্রতিনিধিত্বমূলক করতে হবে। প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। এজন্য অঞ্চলের কর ও ফি স্থানীয় উন্নয়নে ব্যবহারে স্থানীয় সরকার ও উদ্দিষ্ট পদক্ষেপ জাতীয় বাজেটে থাকতে হবে।
আবুল বারকাতের সভাপতিত্বে বাজেট প্রণয়নবিষয়ক এ মতবিনিময় সভায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজ্ঞ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা আঞ্চলিক সমস্যা ও সম্ভাবনার আলোকে জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য স্থানীয় মানুষের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নেতাসহ অধ্যাপক মো. আনোয়ার সাদাত, অধ্যাপক ড. এম আব্দুস সাত্তার, অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খান, ড. মো. আবুল হাসেম, ড. মো. হামিদুল ইসলাম, প্রকৌশলী এনায়েতুর রহমান, কমরেড অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, কামরুন নাহার কাঁকন, মো. আমানউল্লাহ, শংকর সাহা, সজল কোরায়েশী, গোলাম মোহাম্মদ কিবরিয়া, আসাদুজ্জামান রওশন, মো. ইমরানউদ্দিন, মো. শরিফুর রহমান, জিয়াউল কবির, কামাল হোসেন, মো. ফজলে এলাহী মাকাম, গিরীন্দ্র কুমার রায়, মনঞ্জুরুল হক গাজী, মুরাদ হোসাইন, মো. ওয়ালিউল্ল্যাহসহ আরও অনেকে।