সাতক্ষীরায় অবৈধভাবে মজুদ করা ভোজ্যতেল জব্দ, জরিমানা

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এসময় একটি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া দোকানে মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের অদূরে কদমতলা বাজারসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী-পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের অদূরে কদমতলা বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয় কদমতলা বাজারের রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে। পরে অভিযান চালানো হয় মেসার্স মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে । সেখানে ২লিটারের ২০৭ বোতল রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক হাজী আনছার অলীকে ২০ হাজার টাকা জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।