বাঘারপাড়ায় ভাইপোদের হাতে দুই সহোদর আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর বলরামপুরে ভাইপোদের হামলায় দু’সহোদর গুরুতর আহত হয়েছেন। রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- উত্তর বলরামপুরের আনার আলী মোল্যা (৬৩) ও ইবাদ আলী মোল্যা (৫৫)।
আনসার আলী মোল্যা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামে চায়ের দোকান থেকে তারা বাড়ি ফিরছিলেন। পথের মাঝে অপর ভাই আমজাদ মোল্যার ছেলে জিয়ার. নাসির, গিয়াস উদ্দিন, আবু তাহের আরাফাত, আনসার আলী ও ইবাদ আলীর উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে দু’ভাইকে কোপায়। এতে গুরুতর আহত হলে গ্রামবাসী তাদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। জমি ভাগাভাগি নিয়ে গোলযোগের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে আনসার আলী জানিয়েছেন।