ফুলতলায় আইয়ান ক্রিকেট এফবিবিকেএস লায়ন সেমিফাইনালে

0

ফুলতলা (খুলনা) অফিস॥ খুলনার ফুলতলায় ১৬ দলীয় আইয়ান টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সোমবার তৃতীয় কোয়াটার্স ফাইনাল খেলায় এফবিবিকেএস লায়ন জয়ী হয়েছে। এ জয়ের মাধমে তারা সেমিফাইনালে উন্নীত হলো। উপজেলা ডাবুর মাঠে অনুষ্ঠিত খেলায় এফবিবিকেএস লায়ন টসে জিতে আইকন টাইগার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আইকন টাইগার্স ১৯ ওভার ৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। জবাবে এফবিবিকেএস লায়ন ৩ উইকেটে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের রনি ২১ বলে ৫২ রান করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। আজকের খেলায় যুগ্নিপাশা ক্রিকেট ক্লাব মোকাবেলা করবে এল আর ইন্টারন্যাশনালের সাথে।