বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় সোমবার অভিযান চালিয়ে ৩ জন ভোজ্যতেল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সয়াবিনের বোতলের গায়ে লেখা মূল্য ঘষে বেশি দামে বিক্রির অপরাধে তাদের জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঝিকরগাছা বাজারে অভিযান চালায়। এ সময় বোতলের গায়ে লেখা মূল্য ঘষে উঠিয়ে বেশি দামে সয়াবিন বিক্রির অপরাধে বাজারের মেসার্স সঞ্জয় স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স ইউসুপ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও দিলীপ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয় বাজারের জয় স্টোরকে। অভিযানকালে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য মো. আব্দুর রকিব সরদার।