ব্যবহার্য সামগীর সংকটে ভোগান্তি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

0

যবিপ্রবি সংবাদদাতা ॥ বিশুদ্ধ খাবার পানির সংকট, স্যানিটেশনের অব্যবস্থাপনা, লিফট সমস্যাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একাডেমিক ভবন ও ক্যাফেটেরিয়া। তবে এসব বিষয়ে কোনো নজরই নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ৯তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য তলা প্রতি মাত্র ১ টি করে খাওয়ার পানির ট্যাপ রয়েছে। অথচ তলা প্রতি শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা কমপক্ষে ৪০০-৪৫০ জন। আবার পানি সরবরাহ হচ্ছে অতীব ধীরে, নেই পানি পান করার মতো বোতল বা গ্লাস। নাম মাত্র ফিল্টার বা বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যবহার করা হচ্ছে এসব ট্যাপের পানি। গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের পানি পরীক্ষা করা হয়েছে কি না তারও কোনো সদুত্তর পাওয়া যায়নি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে। অনেক সময় দেখা যায় বিভিন্ন বিভাগে পানি থাকে না। প্রশাসনকে বার বার জানালেও কোনো লাভ হয় না। এতে বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চার সহ¯্রাধিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ১টি মাত্র ক্যাফেটেরিয়া। কিন্তু এখানে খাবার বিক্রি করা হয় বাইরের হোটেলগুলোর চেয়ে চড়া দামে। নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাবার রান্নার কাজ, নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা । নবমতলা বিশিষ্ট একমাত্র একাডেমিক ভবনে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর বিপরীতে রয়েছে মাত্র ২ টি লিফট। লিফটির ধারণক্ষমতা মাত্র ১৮ জনের, তবে বেশিরভাগ সময় দেখা যায় ১টি লিফট নষ্ট হয়ে পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আলম হোসেন বলেন, আজই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীর সাথে আলোচনা করবো। আশা করি চলতি মাসের মধ্যেই একাডেমিক ভবনে বিশুদ্ধ পানির ও স্যানিটেশন সমস্যা সমাধান হয়ে যাবে।