রামপালে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

0
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সভাপতিত্বে সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও এ দিবসকে ঘিরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা এসিল্যান্ড শেষের সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস,  কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল,  ওসি মোহাম্মদ সামসুদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়ার গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, অধ্যক্ষ মোতাহার রহমান, ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।