আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে প্রতিনিধি পাঠাবে না রাশিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসঙ্ঘের অধীন আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইউক্রেনে আগ্রাসনের অভিযোগের শুনানিতে কোনো প্রতিনিধি পাঠাবে না রাশিয়া। সোমবার শুনানির শুরুতে আইসিজির প্রেসিডেন্ট জোয়ান ডনগু তার বক্তব্যে এই কথা জানান। তিনি বলেন, ‘মৌখিক শুনানিতে রুশ ফেডারেশনের অনুপস্থিতিতে আদালত দুঃখ প্রকাশ করছে।’ আইসিজি প্রেসিডেন্ট বলেন, নেদারল্যান্ডের রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার শুলগিন আদালতের কাছে এক চিঠিতে শুনানিতে রাশিয়ার অংশ গ্রহণের ইচ্ছা না থাকার কথা জানিয়েছেন। এর আগে আইসিজের কাছে ইউক্রেন আবেদন করে, তারা যেন রাশিয়াকে ‘অবিলম্বে সামরিক অভিযান বন্ধের’ নির্দেশ দেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : আলজাজিরা