মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা মেঠো পুকুরপাড় এলাকার গোলাম রসুল (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক হারিয়ে গেছে। গত ২৪ ফেব্রুয়ারি সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে নীল ও সাদা রঙের হাফহাতা গেঞ্জি এবং পরণে কালো রঙের প্যান্ট ছিল। তার মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। গোলাম রসুল ওই এলাকার মৃত আবুল হোসেন ও রিজিয়া বেগমের পুত্র। তার মা রিজিয়া বেগম জানান, সে আরও একবার হারিয়ে গিয়েছিল। সর্বশেষ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ -খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১১-৪৭০২০২ নাম্বারে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।