ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের সাহিত্য আসর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে এক সাহিত্য আসরের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক ও অনুবাদক টিপু সুলতান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কথা সাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন। প্রধান আলোচক ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের সভাপতি ও সাহিত্যিক সফিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। সাহিত্য আসরে আগত ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। বিকেলে যশোর অঞ্চলের গ্রামীণশিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান হয়।