আগ্রাসন সমর্থন করেন না: বেলারুশের উপপ্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ!

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনে আগ্রাসন সমর্থন করেন না বেলারুশের উপপ্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল ভিক্টর গুলেভিচ। এ কথা জানিয়ে তিনি তার প্রতিরক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে। যুদ্ধে সমর্থন করার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে বৃটেনের। বলা হয়েছে, পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, তার অধীনে থাকা সেনারা আর শত্রুতাপূর্ণ আগ্রাসনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, বেলারুশের এই উপপ্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার বর্তমান আগ্রাসনকে আর সমর্থন করেন না এই চিফ অব দ্য জেনারেল স্টাফ। বেলারুশের যে কয়েক কর্মকর্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য, তাদের বিরুদ্ধে বৃটিশ সরকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে মেজর জেনারেল ভিক্টর গুলেভিচ অন্যতম। রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক অভিযানে অংশ নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বেলারুশ সীমান্তে রাশিয়ান সেনা মোতায়েনে তিনি সম্মতি দিয়েছেন। বৃটিশ সরকার একে রাশিয়ার জন্য সরাসরি ইউক্রেন হামলায় সক্ষমতা বৃদ্ধিতে অবদান হিসেবে অভিহিত করেছে। এর আগে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে সামরিক হামলা করতে রাশিয়ানদেরকে সমর্থন করছে বেলারুশের সেনারা। কিন্তু শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে মেজর জেনারেল ভিক্টর গুলেভিচের। তিনি তার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর একটি ছবিও প্রকাশ করেছে ডেইলি মেইল। এতে বলা হয়েছে, কমান্ডারদের সামরিক ইউনিটগুলো থেকে আর ফল আসছে না। তাদের স্থানে অন্যদের দেয়া উচিত। কিন্তু তাতে কোনো কাজে আসবে না। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই চিঠির একটি ছবি শেয়ার করেছেন ইউক্রেনের সাবেক উপপ্রধানমন্ত্রী আলেকজান্দার নসোভ। এর যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, মেজর জেনারেল ভিক্টর গুলেভিচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পদত্যাগপত্রের বিষয়ে বলেননি।