ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুয়েটে বিভিন্ন কর্মসূচি

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ক্যাম্পাসস্থ ‘বঙ্গবন্ধু স্কয়ারে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০ টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ঐতিহাসিক ৭ই মার্চের পভাষণ প্রচার, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টরি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি