চৌগাছায় আবারও সড়কে ঝরল প্রাণ ট্রলি চাপায় ভ্যানচালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আবারও সড়কে প্রাণ গেল এক ব্যক্তির। নিহত নজরুল ইসলাম খন্দকার (৫৭) ভ্যানচালক ও উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মাজালি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় চৌগাছা-যশোর সড়কের ব্র্যাক অফিসের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বেলা ১২ টার দিকে নজরুল ব্র্যাক অফিসের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় যশোরের দিক থেকে আসা একটি বিচালি বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যাানের সাথে ধাক্কা লাগে। এসময় ভ্যান চালক নজরুল ইসলাম পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলি ফেলে রেখে চালক পালিয়েছে, তাকে শনাক্তের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে ফাঁসতলা নামক স্থানে ট্রাক চাপায় মারা যান চৌগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদের ভাইরা জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের ইসমাইল হোসেন (৫৮)। ১ মার্চ রাত ৮ টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ের অদুরে ট্রাকের ধাক্কায় মারা যান বিপ্লব হোসেন ওরফে বিল্লাল (৪২) নামে অপর এক জন। বিল্লাল উপজেলার দেবীপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে। ২৪ ঘন্টা যেতে না যেতে আবার সড়কে প্রাণ গেল ভ্যান চালক নজরুল ইসলাম খন্দকারের।