মনিরামপুরে সরকারি কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ বেতনগ্রেড উন্নীতকরণ ও পদোন্নতির দাবিতে যশোরের মনিরামপুরে কর্মবিরতি পালন করছেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার থেকে সারা দেশের ন্যয় মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরে কর্মরত কর্মচারীরা এ কর্মবিরতি পালন করছেন। তবে তাদের এ কর্মবিরতির কারনে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা ব্যক্তিরা। বুধবার দুপুর ১২ টার দিকে সহকারি কমিশনার(ভূমি) দপ্তরে গিয়ে দেখা যায় কর্মচারীরা কর্মবিরতি রেখে দপ্তরের বাইরে অবস্থান করছেন। এ সময় সেবা নিতে আসা ব্যক্তিরা সেবা না পেয়ে অসন্তোষ প্রকাশ করে ফিরে যান। এ সময় আন্দোলনে অংশ গ্রহনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কাম কম্পিউটার অপারেটর ইকরাম আলী, অফিস সহকারী প্রবীর কুমার চৌধুরি, সায়রাত সহকারী ফাহিম আল মমিন, সার্টিফিকেট পেশকার ফাতেমা খাতুন, অফিস সুপারেনটেনডেন্ট আব্দুর রউফ, রেজাউল করিম, সাইফুল ইসলাম,শাহিন আলম, আবুল কালাম প্রমুখ।