জ্বর ও হাঁচি-কাঁশি নিয়ে কুইন্স হাসপাতালের ৩ কর্মচারী হোম কোয়ারেন্টিনে

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের শীর্ষ বেসরকারি হাসপাতাল কুইন্সের দু’জন কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাসপাতালের এমডি মো. হুমায়ুন কবীর কবু জানিয়েছেন, অপারেশন থিয়েটারের (ওটি) এক কর্মচারী জ্বর ও হাঁচি-কাঁশিতে আক্রান্ত হন। তার সংস্পর্শে যে দু’জন যান তাদেরও ছুটি দিয়ে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ওই কর্মচারীদের চিকিৎসা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বদরুদ্দোজা চৌধুরী (বিডি চৌধুরী) দৈনিক লোকসমাজকে জানিয়েছেন, তাদের চিকিৎসা দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। তবে করোনা সন্দেহে নয়। সিজোনালজনিত রোগ জ্বর ও ঠান্ডা কাঁশিতে তারা আক্রান্ত হন। যেহেতু করোনাভাইরাস নিয়ে এখন সতর্কতা চলছে। তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে।