কেশবপুরে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে সাতজনের নামে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে সোমবার আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন হাবিবুর রহমান নিজেই। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগ আমলে নিয়েছেন। একই সাথে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, মির্জাপুর গ্রামের ইউসুফ আলী মোড়লের ছেলে তবিবর রহমান, মৃত কাশেম মোড়লের ছেলে সরোয়ার হোসেন বুলু, মশিয়ার রহমান ও সিরাজুল ইসলাম, ইউসুফ আলী মোড়লের ছেলে আজিবার রহমান, মৃত মোজাহার মোড়লের ছেলে আব্দুল মান্নান মোড়ল ও কুশলদিয়া গ্রামের আবুল কালাম গাটের ছেলে আব্দুস সাত্তার।
মামলার বিবরণে জানা গেছে, পৈত্রিক জমি নিয়ে হাবিবুর রহমানের সাথে আসামিদের দীর্ঘদিন বিরোধ চলছিল। আসামিরা তাকে প্রায় খুন জখমের হুমকি দিতেন। গত ১৫ জানুয়ারি রাতে তিনি স্থানীয় স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। অনুষ্ঠান শেষে গভীর রাতে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে আসামিরা আচমকা গতিরোধ করেন এবং গামছা দিয়ে চোখ বেঁধে স্থানীয় একটি কবরস্থানে নিয়ে যান। সেখানে তাকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তিনি মারা গেছেন ভেবে আসামিরা তাকে ফেলে রেখে চলে যান। রাতে হাবিবুর রহমান বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তাকে কবরস্থানে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন তারা। এরপর দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হন।