দুই যুগ পর পাকিস্তানে অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ দীর্ঘ সময়। প্রায় দুই যুগ পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। রোববার ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছায় অজিরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে পৌঁছায় দলটি। পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আছে তিন ম্যাচের ওযানডে সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ। একটি টি টোয়েন্টি।
৪ মার্চ প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে। করাচিতে ১২ মার্চ দ্বিতীয় টেস্ট। তৃতীয় ও শেষ টেস্ট লাহোরে ২১ মার্চ শুরু। ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ৫ এপ্রিল হবে একমাত্র টি-টোয়েন্টি। জাতীয় দলের পাকিস্তানে পৌঁছানোর ছবি টুইটারে আপলোড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাস্যজ্জল ছবি দিয়ে সেই ক্যাপশনে সিএ লিখেছে, ‘আমাদের পুরুষ ক্রিকেট দল ইসলামাবাদে পৌঁছেছে।’ গত নভেম্বরে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছিলো। প্রায় তিন মাস পাকিস্তানের নিরাপত্তা নিবিড় পর্যবেক্ষণ করে সিএ। ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজ খেলেছিলো অস্ট্রেলিয়া। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা।