শিক্ষার্থী উর্মির ২টি কিডনিই অকেজো সহযোগিতা কামনা পরিবারের

0

যশোর শহরের মেধাবী শিক্ষার্থী শবনম মেহার উর্মিকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন তার পরিবার। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। যত দ্রুত সম্ভব শনবম মেহার উর্মির শরীরে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ৩০ লাখ টাকার প্রয়োজন। এই বিশাল ব্যয়ভার তার পরিবারের পক্ষে বহন করা একেবারই অসম্ভব। এ জন্য মেয়েকে বাঁচাতে পিতা মোহাম্মদ ইউনুস সাজু প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-আইএফআইসি ব্যাংক যশোর শাখার হিসাব নম্বর ০০০০২৫১৮৫৪০৩৫, অথবা, বিকাশ নম্বর ০১৭১১২৭৫২৫৩ শবনম মেহার উর্মি শহরের রেলগেট তেঁতুলতলার বাসিন্দা ও ভাতুড়িয়া কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।