মেম্বার ঠান্ডু বিশ্বাস হত্যায় ৩ আসামির রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ঠান্ডু বিশ্বাস হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরও এক আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই মো. বাচ্চু শেখের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল এই আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার ১ জন ও বুধবার ৫ আসামিকে আদালতে সোপর্দ করে তাদের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার শুনানি শেষে আদালতের বিচারক আসামি টিটোকে ২ দিন এবং আসামি কবির হোসেন ও রওশন আলীর ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আসামি রুহুল আমিন রুলুকে ১ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক। সূত্র আরও জানায়, অপর ২ আসামি তোতা মিয়া ও শরীফ হোসেনের রিমান্ড আবেদন আদালতে নামঞ্জুর হয়েছে। উল্লেখ্য, এলাকায় রাজনৈতিক আধিপত্য ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে গত ২১ ফেব্রুয়ারি রাতে পাতিবিলা বাজারে আসামি টিটোর চায়ের দোকানের সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইউপি মেম্বার ঠান্ডু বিশ্বাস। এ ঘটনায় নিহতের ছেলে টিংকু পারভেজ ২২ ফেব্রুয়ারি ২১ জনকে আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামিকে আটক করেছে।