বেনাপোলে করোনার টিকা প্রদানের ক্রাশ প্রোগ্রাম শুরু

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ করোনাভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়ার ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে বেনাপোল পৌরসভা। সহকারী কমিশনার (ভূমি) শারমিন মিথির নেতৃত্বে ভাসমান মানুষদের টিকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বেনাপোল বাজার, ট্রাক টার্মিনাল, রেলস্টেশনসহ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় ঘুরে ঘুরে টিকা দেওয়া হয়। মোট ৮শ ভাসমান নারী-পুরুষকে ১ম ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিন শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শার্শার ২৮ হাজারের বেশি শিক্ষার্থীকে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলি। তিনি বলেন ম্যানুয়ালী টিকাদান কার্ড পূরণ করে এইচএসসি পরীক্ষার নিবন্ধন কার্ড, জন্মসনদ ও মোবাইল ফোনের নম্বর টিকাদান কেন্দ্রে জমা দিয়ে টিকা গ্রহণ করছেন শিক্ষার্থীরা।