করোনার ১ম ডোজ টিকাদান কার্যক্রম কাল শেষ হচ্ছে

0

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী ‘০১ দিনে ০১ কোটি টাকা’ প্রদানের লক্ষ্যে ও ‘টিকা দিন জীবন বাঁচান, রুখে দিবো করোনা টিকা নিতে ভুলবো না’ শ্লোগানকে সামনে রেখে শনিবার শেষ হচ্ছে কোভিড-১৯ প্রথম ডোজ গণটিকা প্রদান কার্যক্রম ওই দিনে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ সফল করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে টিকাদান কার্যক্রম যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রধান ডোজ হতে বাদপড়া সকলকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। যশোর জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যশোর জেলা পর্যায়ে যশোর পৌরসভার তত্ত্বাবধানে সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউট কেন্দ্রে ০৩টি পুরুষ ও ০৩টি মহিলা বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম সম্পন্ন হবে। টিকাদান কার্যক্রমে আলাদা বুথে ১২ থেকে ১৭ বছরের শিশুদের ফাইজার টিকা প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় ১৭ ঊর্ধ্বে বয়সীদের সিনোভ্যাক টিকা প্রদান করা হবে। ওই কেন্দ্রে ১২ বছর ও তদুর্ধ্ব বয়সীদের রেজিস্ট্রেশন/পরিচয়পত্র প্রমানাদি না থাকলেও শুধুমাত্র লাইন লিস্টিং (নাম, বয়স ও মোবাইল নাম্বার) করে টিকা প্রদান করা হবে। ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, সিভিল সার্জন যশোর ২৬ ফেব্রুয়ারি গণটিকার কার্যক্রমে ১ম ডোজ গ্রহণে বাদপড়া সকলকে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এবং জাতীয় এই কর্মসূচি সফল করতে সমাজের সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।