মিন্টুর পুত্র তাফসির আউয়ালকে সতর্ক করলেন হাইকোর্ট

0

লোকসমাজ ডেস্ক॥ প্যারাডাইস পেপারসে নাম আসা মাল্টিমোড গ্রুপের স্বত্বাধিকারী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালের বর্তমান অবস্থান এবং আদালতকে না জানিয়ে বিদেশে অবস্থান নিয়ে সতর্ক করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার আবেদনটি নিষ্পত্তি করেছেন আদালত। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভার্চুয়ালি এ আদেশ দেন।
আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার মো. সাকিব মাহবুব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। প্যারাডাইস পেপারসে নাম আসা তাফসির মোহাম্মদ আউয়ালের বর্তমান অবস্থান জানতে চেয়েছিলেন হাইকোর্ট। তার অবস্থান হলফনামা আকারে ২৩ ফেব্রুয়ারি জানাতে বলেছিলেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ সেটির শুনানি হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, তাফসির আউয়াল ২০২১ সালের ৫ মে আদালতের অনুমতি নিয়ে তিন মাসের জন্য বিদেশে যান। এখনো দেশে ফিরে না এসে সময় বর্ধিত করার আবেদন করেন। তার আইনজীবী জানিয়েছেন, তাফসির বর্তমানে যুক্তরাজ্যে আছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার আবেদন নিষ্পত্তি করে আজ ভবিষ্যতে আদালতের আদেশ সঠিকভাবে মানার জন্য সতর্ক করেছেন হাইকোর্ট। এর আগে গত ৬ ডিসেম্বর প্যারাডাইস ও পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আর্থিক দুর্নীতির তদন্ত সংস্থা বিএফআইইউ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে জানাতে হাইকোর্ট নির্দেশ দেন। এর আগে ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা দাখিলের পর শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ এ আদেশ দেন। তার (তাফসির মোহাম্মদ আউয়ালের) বিরুদ্ধে প্যারাডাইস পেপারে নাম আসার বিষয়ে দুদকে অনুসন্ধান কাজ চলছে।