ঝিকরগাছা বিএনপির আহবায়কসহ ১৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মুর্তজা এলাহি টিপু ও যুগ্ম আহবায়ক খোরশেদ আলমসহ ১৯ নেতাকর্মীকে পুলিশের দায়ের করা কথিত নাশকতার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নেতাকর্মীরা যশোরের জেলা জজ ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন। অপর আসামিরা হলেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, গোলাম কাদের, হাসান কবীর, নুরুজ্জামান বাবলা, শাকিল হোসেন, মিজানুর রহমান, নুরনবী খান শিপন, আরাফাত হোসেন, হুমায়ন কবীর, বেবুল ওরফে বাবুল মোড়ল, আব্দুর রশিদ, বাবলু, নুরুজ্জামান বাবু, পিয়াল হাসান, মারুফ হোসেন ও নুরুল হুদা।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঝিকরগাছা থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ এনে বিএনপির ৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এই মামলার আসামি ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মুর্তজা এলাহি টিপু ও যুগ্ম আহবায়ক খোরশেদ আলমসহ ১৯ নেতাকর্মী মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।