ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে সীমান্তের শূন্য রেখায় দুই দেশের বাঙালি

0

স্টাফ রিপোর্টার॥ মহান ভাষা দিবসে সীমান্তের শূন্য রেখায় মিলিত হলেন দুই দেশে বাঙালি। এক শহীদ মিনারে একটাই ফুলের স্তবকে যৌথ শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলাদেশের ভাষা সৈনিক শহীদদের। ২১ ফেব্রুয়ারি বেনাপোল সীমান্তের শূন্যরেখায় ছিল এ আয়োজন। বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি হিসেবে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, ভারতের পক্ষে প্রধান অতিথি হিসেবে উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম বিধায়ক বিশ^জিৎ দাস মন্ডল বক্তব্য দেন। এ সময় তারা দুই বাংলার ভাষা-সংস্কৃতি-ঐতিহ্যে মিলিত সৌহার্দ্যরে কথা তুলে ধরেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের উত্তর ২৪ পরগণা বনগাঁ জেলার সাবেক এমপি মমতাবালা ঠাকুর, জেলা পরিষদ সদস্য রমা বসু বিশ^াস, বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল বিশ^াষ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর দাস, ছয়ঘরিয়া প্রধান প্রসনজিৎ বিশ^াষস প্রমুখ। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ।