খুলনায় মাটির নিচ থেকে ১১০৫ রাউন্ড গুলি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ নগরীতে মাটির নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ১০৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মৌলভীপাড়া টিভি বাউন্ডারি রোডের পশ্চিম পাশ্বের্র বিলকিস বেগমের পরিত্যাক্ত জমি থেকে এ কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থানার মৌলভীপাড়া টিভি বাউন্ডারি রোডের বিলকিস বেগম এর পরিত্যাক্ত জমির পশ্চিম পাশে দেওয়াল এর কাছে বিল্ডিং নির্মাণ করার জন্য মাটি খনন করা হচ্ছিল। এ সময় মাটির আনুমানিক চার ফুট নিচে নিস্ক্রিয়, পরিত্যাক্ত ও ভাঙ্গাচুরা অবস্থায় কার্তুজ পাওয়া যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ হাজার ১০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। বর্তমানে সেগুলি খুলনা থানা মালখানায় জমা রাখা হয়েছে। নির্মাণ শ্রমিক মো. রবিউল ইসলাম জানান, মাটিতে খোয়া ও পাথরের পরিমাণ বেশি। কোদাল ব্যবহার করা যাচ্ছিল না। এক পর্যায়ে শাবল ব্যবহার করতে হঠাৎ শক্ত জিনিস বেঁধে গেলো। পরে একটি লোহার বাক্স দেখতে পাওয়া যায়। সেটির মুখ খুলে গুলি দেখতে পেয়ে বাড়ির মালিককে খবর দেওয়া হয়। বাড়ির মালিক থানায় ফোন দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।