বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত তিন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে দুই সড়ক দুর্ঘটনায় এক নৌবাহিনী কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার খুলনা-মোংলা মহাসড়কে ও আগের দিন সোমবার বাগেরহাট-পিরোজপুর সড়কে দুর্ঘটনা দুইটি ঘটে। সোমবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় একটি রিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে এক দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় খুলনাগামী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে যায়। রিকশার এক আরোহী ঘটনাস্থলে নিহত ও দু’জন আহত হন। এছাড়া অ্যাম্বুলেন্সের দুই যাত্রী গুরুতর আহত হন। আহত ওই রিকশা আরোহী দু’জনকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সে আহত দুই নারী নাজমা খাতুন ও নার্গিস বেগমের বাড়ি মঠবাড়িয়ায়।
নিহতদের মধ্যে রিকশাচালক লুৎফর সরদার (৫৫)’র বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোবারিয়া গ্রামে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত রিকশার যাত্রী শুকুর ওরফে রাসেলের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকায়। এছাড়া ট্রাক চাপায় ফিরোজ কবির নামের এক নৌ বাহিনী কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোংলা যাওয়ার পথে বাগেরহাট সদরের চুলকাঠি বাজারে পৌছালে বিপরীত থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মারা যান। তার মাথা থেতলে গেছে। দুর্ঘটনার খবরে কাটাখালি হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাড়ি এবং বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে। এদিকে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। নিহত ফিরোজ কবির বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফট্যানেন্ট পদে কর্মরত ছিলেন। স্ত্রীকে কাটাখালি থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন তিনি। তবে ফিরোজের পূর্ন পরিচয় জানাতে পারেনি পুলিশ।