ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে : যুক্তরাজ্য

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। আর এ কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে দেশটি। বিবিসি জানিয়েছে, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ মঙ্গলবার বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সুতরাং ব্রিটেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’ স্কাই নিউজে দেয়া একটি সাক্ষাৎকারে সাজিদ জাভিদ বলেছেন, ‘আপনি ধরে নিতে পারেন যে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে।’ এদিকে, রয়টার্সের খবরে প্রকাশ, স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলেস বলেছেন, ‘ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিষয়টি গ্রহণ করতে পারে না।’ রেডিও স্টেশন কোপের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাশিয়াকে অবশ্যই ইউরোপিয় ইউনিয়ন ও ন্যাটোর দৃঢ়তার বিষয়ে পরিপূর্ণ অবগত থাকা উচিত।’ এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাকামী অঞ্চলে সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এর আগে সোমবার তিনি ওই অঞ্চলগুলোর স্বাধীনতার স্বীকৃতি দেন। আর এর মাধ্যমে যুদ্ধ বেঁধে যাওয়ার পশ্চিমা আশঙ্কা আরো প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। রয়টার্সের একটি সূত্র বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে মিলিটারি সরঞ্জাম পরিবহন হতে দেখেছে।