শেয়ারবাজারে লেনদেন কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কমেছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৬ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৩৬ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত আছে ৪৯ টির। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৯০৮ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১৪৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২৩৭ পয়েন্টে, সিএসই৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে।
সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। দিন শেষে সিএসইতে ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।