খুলনা বিভাগের সংগ্রহ ১২৪: ইয়াং টাইগার্স ক্রিকেট প্রতিযোগিতার খেলা বৃষ্টির কারণে স্থগিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বনাম সিলেট বিভাগের মধ্যকার দুইদিনের ম্যাচটি গতকাল রোববার থেকে শুরু হয়েছে। অবশ্য, ৪৪ ওভার পর বৃষ্টির কারণে ১ম দিনের খেলা স্থগিত হয়। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে খুলনা বিভাগ ব্যাটিংয়ে নামে। প্রথমদিনের খেলায় তারা ৪৪ ওভার ব্যাটিং শেষে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে নাফিজুর রহমান সর্বোচ্চ ৩৯ রান সংগ্রহ করে অপরাজিত আছেন। এছাড়া রুবায়েত ইসলাম সিয়াম ৩৭ এবং সানজিদ রাজ ২৩ রান সংগ্রহ করেন। বল হাতে সিলেটের রেদোয়ান আহমেদ একাই প্রতিপক্ষের ৪ জন ব্যাটসম্যানকে সাজ ঘরে ফেরান। এছাড়া মাজহারুল ইসলাম ২টি, হারুনুর রশিদ ১টি উইকেট লাভ করেন। প্রথমদিন ৪৪ ওভার খেলা শেষ হওয়ার পর থেমে থেমে বৃষ্টি শুরু হয়। যে কারণে মাঠ ভিজে খেলার অনুপযোগী হয়ে পড়ে। পরে দুই আম্পায়ার তারিকুল হাসান ও প্রহ্লাদ সরকার দিনের নির্ধারিত সময়ের বাকি অংশের খেলা স্থগিত করেন।