আদালতের আদেশ উপেক্ষা করে গড়ভাঙা বাজারে দোকানঘর ভেঙে দেয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর গড়ভাঙা বাজারের একটি দোকান ঘর আদালতের আদেশ উপেক্ষা করে ভেঙে দিয়েছে আমীর আলী ও তার লোকজন। এ ব্যাপারে দোকান মালিক মাদারডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনে অভিযোগ দিলে তদন্ত করে তারা ঘটনার সত্যতা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। নজরুল ইসলাম জানান, গড়ভাঙ্গা বাজারে পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতক জমি আছে তাদের। জমির উপর বেশ কয়েকটি দোকান ঘর রয়েছে। যা ভাই-বোনেরা মিলে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। তাদের দোকানের উত্তর পাশে গলিপথের মাথায় আমীর আলী ও তার ভাইয়ের দুইটি দোকান আছে। আমির আলী এক শতকের কম জমি কিনে ৩ শতক ভোগদখল করছেন। এর মধ্যে আমীর আলী ও তার লোকজন তাদের উত্তর পাশের দোকান ঘর ভেঙে দেয়ার হুমকি দেন। এ ব্যাপারে নির্বাহী আদালতে মামলা করা হয়। রায় তার পক্ষে যায়। এরপর তিনি দেওয়ানী আদালতে মামলা করেন। আদালত নিষেধাজ্ঞা আদেশ দেন বিবাদিদের। এরপর আদালতের আদেশ উপেক্ষা করে দোকান ঘর ভেঙে দেন আমীর আলী ও তার লোকজন। আদালতের আদেশ অমান্য ও ঘর ভাঙার অভিযোগে দুইটি মামলা করেন নজরুল ইসলাম। উভয় মামলার তদন্ত প্রতিবেদন তার পক্ষে। এরপর বিবাদিরা নজরুল ইমলামকে ভাঙা দোকান ঘর মেরামত করতে বাধা প্রদান ও খুন জখমের হুমকি দিচ্ছেন। নজরুল ইসলাম জানিয়েছেন, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিতে আইনগত সহযোগিতা চেয়ে মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনে আবেদন করেছিলাম। আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষকে নোটিশ দিয়ে একটি তদন্তÍদল ঘটনাস্থলে আসে। তারা উভয়পক্ষের বক্তব্য শুনেছেন। আদালতের আদেশ অমান্য করে আমির আলী ও তার লোকজন দোকান ভেঙেছেন তার প্রমান পেয়েছে তদন্ত দল। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন, মানবাধিকার উদ্যোগ ফাউন্ডেশনের অ্যাডভোকেট রুহিন বালুজ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম (এজিপি), অ্যাডভোকেট শান্তনু সরকার পল্টন প্রমুখ।