ডিএসইর লেনদেনে সেরা ফরচুন সুজ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গেলো সপ্তাহে সেরা স্থানটি দখল করেছে ফরচুন সুজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৮.৪১ শতাংশ।
সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গেলো সপ্তাহে ফরচুন সুজ লিমিটেডের ৫০১ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৪.৫০ টাকায় বেচাকেনা হয়েছে।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড- বেক্সিমকো গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৬.৮৩ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ৪০৭ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫০.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।
গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৪৬ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৪.১৩ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১১১.১০ টাকায় বেচাকেনা হয়েছে।
গেলো সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, সাইফ পাওয়ারটেক, রহিমা ফুড করপোরেশন, ইয়াকিন পলিমার, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভাইনাইজিং লিমিটেড।