আইপিএল খেললে নিলামে আফ্রিদির দাম উঠতো ২০০ কোটি রুপি!

0

লোকসমাজ ডেস্ক॥ আইপিএলের প্রথম দুই আসরে খেলার সুযোগ পেয়েছিল পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর রাজনৈতিক কারণে আর পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলের রাস্তা বন্ধ করে রেখেছে। কিন্তু যদি আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলার সুযোগ পেতো, তাহলে শাহিন শাহ আফ্রিদির মূল্য কত উঠতো এবারের নিলামে? তবে, পাকিস্তানি এক সাংবাদিক অদ্ভুত এক দাবি করে বসলেন। তিনি জানালেন, নিলামে আফ্রিদির দাম উঠতো ২০০ কোটি রুপি। আফ্রিদির মতো ক্রিকেটার আইপিএল খেললে নিঃসন্দেহে প্রচুর টাকা দাম পেতেন, এ নিয়ে সন্দেহ নেই কারো। তাই বলে, ২০০ কোটি রুপি! দাবিটা অযৌক্তিক হয়ে গেলো না! ইহতিশাম-উল হক নামে পাকিস্তানের এক সাংবাদিক টুইটারে এই দাবি তোলেন।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে যেখানে দল গড়ার জন্য ৯০ কোটি রুপির স্যালারি পার্স বেঁধে দেওয়া হয় এবং সেই রুপির অন্তত ১৮ জন ক্রিকেটারকে দলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে একজন ক্রিকেটারের দামই কিনা ২০০ কোটি, কল্পনারও বাইরে। টুইটারে এমন মন্তব্য করার পর স্বাভাবিকভাবেই ভারতীয় নেটিজেনদের একচেটিয়া বিদ্রুপের মুখে পড়তে হয় ইতিশাম উল হক নামের সেই সাংবাদিককে। মজার সব মন্তব্য উড়ে আসতে থাকে ইতিশামের টুইটের প্রতিক্রিয়ায়। নিচে সে টপার (Neeche Se Topper) নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে শাহিন আফ্রিদির সম্ভাব্য ২০০ কোটি টাকা দামের প্রতিক্রিয়ায় লেখা হয়, ‘তাহলে ভালো হবে শাহিন আফ্রিদিকে বিশ্বব্যাংকের হাতে দিয়ে দিন এবং আপনার দেশের দেনা শোধ করে দিন।’ রঞ্জন নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘বলছেন কী ভাই! ২০০ কোটিতে তো পুরো পাকিস্তানের নিলাম হয়ে যাবে।’ প্রিন্স জি নামক টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ২০০ কোটিতে কতগুলো শূন্য বসে, কোনও ধারণা আছে?’