বাগেরহাটে যৌতুকের দাবিতে নির্যাতনে স্ত্রীর মৃত্যু,স্বামী আটক

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে যৌতুকের দাবিতে স্বামীর মারধরে আহত রীনা বেগম (৩৮) নামের এক গৃবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রীনা। এর আগে সোবমার সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী জিয়ারুল শেখ (৪৩) বেধড়ক মারপিট করেন রীনা বেগমকে। ওইদিন রাতে মূমুর্ষ অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের মরদেহেরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জিয়ারুল শেখকে আটক করেছে সদর থানা পুলিশ।
নিহত রীনা বেগম কচুয়া উপজেলার বিলকুল গ্রামের মৃত সুলতান পাইকের মেয়ে। বছর তিনেক আগে সদর উপজেলার চিতলী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলের জিয়ারুলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কারণে ও্পর অত্যাচার করত তার স্বামী। নিহতের চাচা বারেক পাইক বলেন, স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে, কয়েক মাস আগে রীনার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আড়াই লাখ টাকাও দেওয়া হয় জিয়ারুলকে। এতেও শান্ত হয়নি সে আবারও টাকার জন্য অত্যাচার শুরু করে। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় রীনাকে বেধড়ক মারপিট করে। পরে গভীর রাতে অচেতন অবস্থায় রীনাকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে খুলনা নেওয়ার পথে সে মারা যায়। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম বলেন, রীনা বেগমকে হত্যার অভিযোগে খুলনা থেকে অভিযুক্ত স্বামী জিয়ারুলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।