অভয়নগরে আ.লীগের সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন, দলটির উপজেলা সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা প্রমুখ।