ঝিকরগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্রের তিন শতাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোমবার সকালে শীতবস্ত্র বিতরণ করেন শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ শাহাদৎ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্রের সভাপতি আলহাজ শামসুল হক, প্রধান শিক্ষক শাহ-আমিরুল কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।