“জমির মালিকরা স্বেচ্ছায় ঘের রেজিস্ট্রি করে দেন মশিয়ারকে”

0

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ঘেরের জমির হারির টাকা না দিয়ে জোরপূর্বক মৎস্যঘের করে আসছিলেন সরদার ফিরোজ আহম্মেদ। তার কাছে হারির টাকা চাইতে গেলেও নানাভাবে হয়রানি করতেন জমির মালিকদের। এমনকি বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়ার হুমকিও দিতেন। পরে জমির মালিকরা ঐকবদ্ধ হয়ে তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে স্বেচ্ছায় পাঁচ বছরের জন্য রেজিস্ট্রি দলিল করে নলবুনিয়া ঘের ডিড করে দেন। সেই থেকে সরদার মশিয়ার রহমান শান্তিপূর্ণভাবে ঘের পরিচালনা করে আসছেন। শনিবার সকালে তালা প্রেসকাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন উপজেলার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া মৎস্যঘেরের জমির মালিকদের পক্ষে এসব কথা তুলে ধরেন আটারই গ্রামের সরদার বায়তুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি জেয়ালা নলতা গ্রামের লুৎফর নিকারির মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে ১২০ বিঘা মৎস্য ঘের দখলের অভিযোগ আনে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। তিনি অভিযোগ করে বলেন, পূর্বের ঘের মালিক সরদার ফিরোজ আহম্মেদের কাছ থেকে হারির টাকা বুঝে পাননি অনেকে। কোন উপায় না পেয়ে ২০১৯ সালের ২৭ জুন জমির মালিকরা সরদার মশিয়ারকে পাঁচ বছরের জন্য রেজিস্ট্রি করে দিয়েছেন। সেই থেকে তিনি সুষ্ঠুভাবে হারির টাকা পরিশোধ করে মৎস্যঘের পরিচালনা করে আসছেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ আহম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।