ছোটখাটো কিছু ভুল-ত্রুটি থাকতে পারে: সিইসি হুদা

0

লোকসমাজ ডেস্ক॥ দায়িত্ব পালন করতে গিয়ে ছোটখাটো কিছু ভুল-ত্রুটি থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। আরেক নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।
সিইসি বলেন, ‘গত পাঁচ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছে সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে।’ নির্বাচনের মতো বড় কর্মযজ্ঞের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সার্বিকভাবে সবাইকে খুশি করে নির্বাচন শেষ করতে পেরেছি, সেটা দাবি করার সুযোগ নাই।’ এছাড়া নির্বাচনে অনেক প্রাণহানি হয়েছে স্বীকার করে নূরুল হুদা বলেন, সেগুলো নিয়ন্ত্রণ করা যায়নি। অবসরে যাওয়ার পর নিজেদের কার্যক্রম নিয়ে বিব্রতবোধ করবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কোনো বিব্রত নই। আমাদের কোনো দুর্বলতা নেই, কমতি নেই। সুতরাং কোনো বিব্রত নই।’ নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নিচ্ছে আজ। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি এ কমিশন দায়িত্ব নেয়। এ কমিশনের চার নির্বাচন কমিশনার হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদাত হোসেন।