নির্বাচন কমিশনে প্রতিনিধি চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

0

লোকসমাজ ডেস্ক॥ সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনে একজন প্রতিনিধি চায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও প্রমুখ।
রানা দাশগুপ্ত বলেন, ‘গোটা দেশ ও জাতি আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গঠনের অপেক্ষায় থাকা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে, এর ওপর আমরা পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখছি। আমরা মনে করি, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ ও পক্ষপাতহীন হয় সে জন্য এ কমিটি সর্বজনমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১০ সদস্যবিশিষ্ট তালিকা রাষ্ট্রপতির কাছে দেবে।’ তিনি বলেন, ‘আমরা অনুসন্ধান কমিটি ও রাষ্ট্রপতির কাছে আবেদন জানাই, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে যোগ্য একজন প্রতিনিধি যেন নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।’ রানা দাশগুপ্ত বলেন, ‘বাংলাদেশে ১২ শতাংশ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এর আগে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব না থাকায় আমরা দুঃখ প্রকাশ করছি।’