সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে
দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯.৫২ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৫.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২২.৯৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০৫.০৫ পয়েন্টে।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত আছে ৪১টির। ডিএসইতে এদিন ১ হাজার ২৬৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১২ কোটি টাকা বেশি।
অপর শেয়ার বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৭৫.৭২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৭৮.৭৪ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩.৬৮ পয়েন্টে অবস্থান করছে।
রোববার সিএসইতে ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত আছে ২৯টির। দিন শেষে সিএসইতে ৫৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।