চুড়ামনকাটিতে হামলায় আহত ভ্যানচালক

0

স্টাফ রিপোর্টাার ॥ যশোরে প্রতিপক্ষের হামলায় জয়নাল (৫০) নামে একজন ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে এ ঘটনা ঘটে। আহত জয়নাল সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মুক্তিযোদ্ধা বাবর আলীর ছেলে। জয়নালের স্ত্রী পারভীনা বেগমের অভিযোগ, একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সেলিম, আবুল হোসেনের ছেলে পিকুল, মতিয়ার রহমান ও তার ছেলে দিপুর সাথে জয়নালের পূর্ব শত্রুতা রয়েছে। গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তার স্বামী ভ্যান চালিয়ে চুড়ামনকাটি বাজারের জনৈক মতিয়ারের সারের দোকানের সামনে যান। এ সময় উল্লিখিতরা আচমকা তার ওপর চড়াও হন এবং তাকে লোহার অ্যাংগেল দিয়ে মারধর করেন। সারের দোকান থেকে বাটখারা নিয়ে তার বুকে ও মাথায় আঘাত করা হয়। এছাড়া জয়নালের কাছে থাকা তাদের পরিচিত বাবলু নামে এক ব্যক্তির এস্কেভেটরের জ্বালানি কেনার ৬০ হাজার টাকা কেড়ে নেন তারা। পরে এ খবর পেয়ে পারভীনা বেগম সেখানে গিয়ে তার স্বামীকে উদ্ধার করেন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পারভীনা বেগম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।