যশোর জেলা মৎস্যজীবী লীগের ধানকাটা কর্মসূচি উদ্বোধন

0

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুপ্রেরণায় যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ শ্রমিক সংকটে থাকায় গরিব কৃষকের রোরো ধান কাটা কর্মসূচি গ্রহণ করে। শনিবার সকাল ৮টায় সদর উপজেলার শ্যামনগর গ্রামের গরিব কৃষক মো. মন্নু মিয়ার ৩০ শতাংশ জমির বোরো ধান কাটার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের কাশিমপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জুলফিকার আলী, আবুল খায়ের, লিটন মিয়া, মনিরুল ইসলাম, মাহমুদ হাসান, লাবলু মিয়া, স্বপন কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।