বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে যুবকের টাকা ও মোবাইল খোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে মাসুদুর রহমান (২৬) নামে এক যুবক তার ৬ হাজার টাকাসহ মোবাইল ফোন হারিয়েছেন। গতকাল দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে যশোর আসার পথে বাসের ভেতর এ ঘটনা ঘটে। পরে অজ্ঞান মাসুদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। মাসুদুর রহমান জানিয়েছেন, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে মির্জা হার্ডওয়ার দোকানে তিনি চাকরি করেন। গতকাল দুপুরে ১টার দিকে কালিগঞ্জ বাজারে ক্রেতাদের কাছ থেকে ২৬ হাজার টাকা আদায় করে তিনি রূপসা পরিবহণযোগে যশোর আসছিলেন এ সময় পথে বাসের ভেতর পাশের সিটে বসা একজন তার সামনে একটি রুমাল কয়েকবার নাড়াচাড়া করে। এ সময় তিনি হালকা গন্ধ পান এবং জ্ঞান হারান। পরে তার কাছে থাকা ২৬ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে চলে যায় ওই দৃর্বুত্ত। পরে বাসের চালক অজ্ঞান মাসুদকে যশোর শহরের পালবাড়ী মোড়ের বাস কাউন্টারে নামিয়ে দেন। এ সময় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মাসুদুর রহমান, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার মাসুদ পারভেজের ছেলে। হাসপাতালে দুপুরে ভর্তি করার পর কাল বিকেলে তার জ্ঞান ফিরেছে।