কলারোয়ায় করোনায় প্রথম মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় প্রথম করোনায় মৃতের দাফন করা হয়েছে। শুক্রবার রাতে কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ নামের প্রতিষ্ঠানের সদস্যরা তার লাশ দাফন করেন। জানা গেছে, উপজেলার কাকডাঙ্গা গ্রামের আবুল খায়ের মজুমদার যশোরের বেনাপোলের বাসায় অসুস্থ হন। করোনা উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন রাত ৮ টার দিকে তিনি মারা যান। মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। মৃত্যুর পরে তার করোনা পজিটিভ রেজাল্ট রিপোর্ট আসে। তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ওলামী লীগের সহসভাপতি দায়িত্বে ছিলেন। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর পৃষ্ঠপোষকতায় এবং সামাজিক সংগঠন ‘সেবা’ এর আহবায়ক শিক্ষক শাহাজাহান আলী শাহিনের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল উপজেলার ঝিকরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।