পাইকগাছায় চিংড়ি ঘেরে আদালতের স্থিতাবস্থা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছা উপজেলার নোয়ালতলা এলাকায় ৭’শ চিংড়ি ঘেরের ওপর দখলভিত্তিক স্থিতাবস্থা দিয়েছে নির্বাহী আদালত। স্থানীয় কতিপয় ব্যক্তি চিংড়ি ঘের দখল ও লটুপটের চক্রান্ত করায় মামলা হলে আদালত এ আদেশ দেন। উপজেলার গদাইপুর ও কপিলমুনি ইউনিয়নের নোয়ালতলা ও সুরনাল মৌজায় ৭শ বিঘার একটি চিংড়ি ঘের অবস্থিত। দীর্ঘ ২০ বছর যাবৎ ইসতিয়ার রহমান শুভ চিংড়ি চাষ করে আসছিলেন। গত বছর ৪ ফেরুয়ারি শুভকে ১শ বিঘা শেয়ার রেখে ৬ শ বিঘা জমির পার্টনার হয়ে যৌথ ব্যবসা পরিচালনা করছেন শেখ আনারুল ইসলাম ও নির্মল মজুমদার। চলতি বছর ১ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগে কাজ শুরু হয়েছে। যাতে অসৎ উদ্দেশ্যে বাবু সরদার, কাদের মল্লিক, ফসিয়ার শেখ, গফুর সরদার ও সোহাগ সরদাররা নানাভাবে বাঁধাগ্রস্ত করে ক্ষতি করছে। এ কারণে ঘের মালিক শেখ আনারুল ইসলাম গত ৩ ফেব্রুয়ারি পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম মঙ্গলবার ওই চিংড়ি ঘেরে দখলভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। এ ব্যাপারে প্রতিপক্ষদের মধ্যে আব্দুল কাদির মল্লিক বলেন, আমরা নিজেরা ঘের করব। বাইরের লোকেরা এখানে এসে আমাদের ক্ষতি করছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ সংক্রান্ত আদালতের একটা আদেশের কপি পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।