শরণখোলায় একদিনে দু’টি অজগর উদ্ধার

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে একদিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাতলা গ্রামের হক মলিকের বাড়ির বাগান থেকে একটি ১০ ফুট লম্বা অজগর এবং বিকেলে লাকুড়তলা গ্রামের সঞ্জয় কুমারের বাড়ির পুকুরপাড় থেকে ৮ ফুট লম্বা আরও একটি অজগর উদ্ধার করা হয়। সুন্দরবন ভিত্তিক ওয়াইল্ড টিমের স্থানীয় সমন্বয়ক মো. আবু নাইম জানান, গ্রামের লোকজন সাপ দেখে বনরা বিষয়ক কমিটি ওয়াইল্ড টিম, সিপিজি সদস্যদের জানান। পরে তারা বনবিভাগকে নিয়ে যৌথভাবে সাপ দুটি উদ্ধার করে। এদিন সন্ধ্যার দিকে অজগর দুটি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নুল আবেদীন সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। উলেখ্য, বন সংলগ্ন গ্রামগুলোতে প্রায়ই অজগর সাপের দেখা মেলে। সুন্দরবন থেকে লোকালয়ে সাপ ঢুকে পড়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।