ওমিক্রনে কত মৃত্যু, বলা দুরূহ: স্বাস্থ্য অধিদপ্তর

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে কতজনের মৃত্যু অতিসংক্রমণশীল ওমিক্রনের কারণে হয়েছে তা বলা দুরূহ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, গত সাতদিনে বাংলাদেশে শনাক্তের হার সপ্তাহের শুরুতে ( ২রা ফেব্রুয়ারি) ছিল ২৭ দশমিক ৪২ শতাংশে, যা গত ৮ই ফেব্রুয়ারিতে ২০ শতাংশের কিছুটা ওপরে আসে। তিনি আরও বলেন, কিন্তু মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। যেটা নিশ্চয়ই বিশেষ বিবেচনার দাবি রাখে এবং উদ্বেগের কারণ তো বটেই। আর ওমিক্রনের কারণে কতগুলো মৃত্যু হয়েছে সেগুলো ইনভেস্টিগেশন না করে বলা খুবই দুরূহ একটি কাজ। এ পর্যন্ত যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে এ নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, তবে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশই টিকা গ্রহণ করেননি। কাজেই টিকার প্রভাব আছেই। তবে বিষয়টি নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ ( আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে। আমরা ফলাফল হাতে পেলেই সেবিষয়গুলো সবাইকে জানানো হবে।।