মোবাইল ইন্টারনেট গ্রাহক অর্ধকোটি কমেছে

    0

    লোকসমাজ ডেস্ক॥ দেশের মোবাইল ফোন অপারেটরগুলো দুই মাসের ব্যবধানে ৫৩ লাখ ৮০ হাজার ইন্টারনেট গ্রাহক হারিয়েছে। সর্বশেষ হিসেবে (ডিসেম্বর) দেশের সর্বমোট মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।
    বাংলাদেশ টেলিযোগাযোগ নির্ধারণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাবে, ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বরে রেকর্ড সংখ্যক ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল ফোন অপারেটররা। ডিসেম্বরে ২৮ লাখ এবং নভেম্বরে ২৫ লাখ ৮০ হাজার ইন্টারনেট গ্রাহক কমেছে।
    বিটিআরসির হিসাব বলছে, ২০২১ সালের নভেম্বরে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার। আর অক্টোবের ছিল ১১ কোটি ৯১ লাখ ১০ হাজার। এদিকে সেপ্টেম্বরে ১১ কোটি ৮৭ লাখ ১০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল মোবাইল অপারেটরগুলোর।
    সর্বশেষ অক্টোবরে মোবাইল অপারেটদের ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছিল। মাসটিতে ৪ লাখ গ্রাহক পেয়েছিলো অপারেটরগুলো।
    যদিও বছরটির ডিসেম্বরে এসে দেশে ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে। তিন মাস পরপর আপডেট হওয়া এই হিসাবে ডিসেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে, ১ কোটি ৯০ হাজার। এই সময়ে ২০ হাজার নতুন গ্রাহক ব্রডব্যান্ডে এসেছে।