চৌগাছায় হামলায় একই পরিবারের ৩ জন আহত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় সুদখোরের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। রবিবার রাতে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আফরা গ্রামের আকরাম আলীর ছেলে মো. বাবু একজন চিহ্নিত সুদখোর। চড়ামূল্যে সুদ গ্রহণ করে তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন। রবিবার রাত সাতটার দিকে সুদখোর বাবু সলুয়া বাজারে যান। এসময় তিনি আফরা গ্রামের মুদি ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকানে গিয়ে তার ছেলে শাকিল আহমদের কাছে ১ লাখ টাকা দাবি করেন। কিসের টাকা জানতে চাইলে বাবু জানান তার পিতা বেশ আগে সুদে টাকা নিয়েছেন, সেই টাকা এখন সুদে আসলে ১ লাখ টাকা হয়েছে। পরে শাকিল বিষয়টি তার পিতাকে জানায় এবং পিতা-পুত্র ওই দোকানের সামনে সুদখোর বাবু’র সাথে তর্কে জড়িয়ে পড়েন। এরপর রাত সাড়ে আটটার দিকে মোশারফ হোসেন ও তার ছেলে শাকিল আহমেদ দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে বাবু তাদের গতিরোধ এবং লোহার রড দিয়ে পিতা-পুত্রকে বেধড়ক মারতে থাকেন। তাদের চিৎকারে বাড়ি হতে শাকিলের মা শিউলী বেগম ছুটে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের কাছ থেকে ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী মোশারফ হোসেন এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অভিযুক্ত বাবু’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।