পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে নতুন বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্যানেল চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা শিক্ষা প্রকৌশলী আশরাফুল ইসলাম, ওসি (অপারেশন) মোঃ সাঈদুর রহমান, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বিদ্যালয়ের সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক মঈনুল ইসলাম, পাইকগাছা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজহার আলী, সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী, নির্মল চন্দ্র অধিকারী, গৌতম বিহারী ঘোষ, যুবনেতা এমএম আজিজুল হাকিম। গত ২০১৯-২০ অর্থ বছরে ৪তলা ভবনের নির্মান কাজ করা হয়। সোমবার উদ্বোধন করা হয়। বিগত পহেলা জানুয়ারী ১৯২৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। উদ্ধোধনকালে প্রধান অতিথি বলেন, আধুনিক সমাজ ব্যবস্থা গড়তে হলে সু-শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকার আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য নিরলসভাবে ভাবে কাজ করছে।